প্রতারণার কবলে ফের তরুণী। গায়েব ২২ হাজার টাকা!

অনলাইন অ্যাপের কারণে প্রতারণার চক্রের খোঁজ আমরা রোজই পাচ্ছি। এমনই এক চক্করে পড়লো দমদমনিবাসী শতরূপা দাস। ঘটনাটি ঘটে শুক্রবার।
তিনি একটি খাবার সরবরাহকারী অ্যাপের মাধ্যমে খাবার অর্ডার করেন, কিন্তু তার কাছে একটি ফোন আসে যে খাবার আসতে দেরি হওয়ায় তার কাছে একটি ফোন আসে। তাকে অপরপ্রান্ত থেকে বলা হয় খাবারটি ডেলিভার করা যাবে না। তাই তিনি যে টাকা পেমেন্ট করেছিল তা ফেরৎ দেওয়া হবে। তাই জন্য তাকে এনি ডেস্ক নামের একটি অ্যাপ ডাউনলোড করতে বলা হয়। তারপর মহিলার মোবাইলে একটি ওটিপি আসে এবং কোড রিড করার সঙ্গে সঙ্গে কয়েক ধাপে তার অ্যাকাউন্ট থেকে ২২ হাজার টাকা কেটে যায়। তিনি অভিযোগ করেন দমদম থানায়। এছাড়াও ব্যারাকপুর সাইবার ক্রাইম থানায়ও অভিযোগ করেন তিনি । অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে বলে জানা যাচ্ছে।
ছবি : https://unsplash.com/s

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *