উর্ধ্বমুখী তেলের দাম; প্রতিশোধ নিচ্ছে সরকার।

করোনা সামলাতে অপারগ। কিন্তু তেলের দাম দিন দিন বাড়িয়েই চলেছে কেন্দ্রীয় সরকার। বিশ্বের বাজারে অশোধিত তেলের দাম উর্ধ্বমুখী, এই দাবি করছে সরকার। তার জেরে তীব্র সমালোচনার মুখেও পড়তে হয়েছে বিভিন্ন সময়ে। কিন্তু তাতেও কোনো হেলদোল নেই তাদের।
পেট্রোলের দাম আজ ফের ২৮ পয়সা বেড়ে হল লিটার পিছু  ৯২ টাকা ৪৪ পয়সা এবং ডিজেলের দাম ৩৪ পয়সা বেড়ে হল লিটার পিছু ৮৫ টাকা ৭৯ পয়সা। ভোট পরবর্তী দৈনিক দর বৃদ্ধিতে আজ সর্বোচ্চের মাপকাঠি ছুঁয়েছে। দেশের বিভিন্ন জায়গা যেমন মহারাষ্ট্র, রাজস্থানে প্রতি লিটার তেলের দাম একশো টাকা ছাড়িয়েছে। পশ্চিমবঙ্গ, অসম, কেরালা, তামিলনাড়ুতে নির্বাচনের আগে তেলের দাম একটু কমেছিল। কিন্তু ভোটের পর্ব মিটতেই ভোট পরবর্তী ক্ষোভ উগড়াতে তৎপর সরকার। ভোটের খরচের জন্য যত ব্যয় হয়েছে সরকারের তা-ই উশুল করে ফের সিন্দুকে ভরে নিতে চাইছে সরকার, এমনটাই মন্তব্য করেন শিবসেনাও।
অক্সিজেনের অভাব, বেড মিলছে না, করোনার টিকা মেলা দায়। এই অর্ধ লকডাউনের মধ্যে মানুষের জীবনযাপন কতটা কষ্টকর হয়ে উঠেছে তা মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষ রোজ টের পাচ্ছেন। এই সময়ে সমঝদার মানুষ প্রয়োজন ছাড়াও রাস্তায় বের হতে চাইছেন না। যাদের নিজস্ব দু চাকা বা চার চাকার গাড়ি আছে, তাদের তাই-ই ভরসা। যাদের গণপরিবহনের উপর ভরসা করতে হচ্ছে, এই পেট্রোল ডিজেলের দাম বাড়ার ফলে বেশি ভাড়া দিয়ে যাতায়াত করতে হচ্ছে তাদের। নিজস্ব পরিবহন যাদের রয়েছে, রোজ অফিস কাছারিতে যাওয়ার জন্য এই দুঃসময়ে সরকার যে ‘প্রতিশোধ’ নিচ্ছে তার  জন্য ক্ষুব্ধ তারাও। সরকারের সহযোগিতার বদলে এমত পরিস্থিতিতে কেন্দ্রের এই অমানবিক ব্যবহার বা অত্যাচারে মানুষ অবাক ও হতাশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *