বিধিনিষেধের সময়সীমা বাড়িয়ে ১৫ জুন।

গত বৃহস্পতিবার দুপুরের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন যে বিধিনিষেধ জারি ছিল আগামী ৩১ মে পর্যন্ত, তা বাড়িয়ে ১৫ জুন পর্যন্ত করা হল। এই বিধিনিষেধকে তিনি লকডাউন বলতে চাইছেন না কারণ দোকান বাজার, আর্থিক লেনদেন সবকিছুকেই বজায় রেখে অর্থনৈতিক পরিস্থিতিকে সামাল দেওয়ার চেষ্টা চলছে করোনার পাশাপাশি।
এই বিধিনিষেধের নতুন সময়সীমায় ব্যাঙ্ক খোলা থাকবে সকাল দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত। তবে এটিএম সর্বক্ষণ চালু থাকবে। সবজি, ফল, মাছবাজার ও মুদিখানা দোকান খোলা থাকবে সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত। মিষ্টির দোকান খোলা থাকবে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত। চালু থাকবে অনলাইন ডেলিভারি পরিষেবা। শাড়ি ও গয়নার দোকান খোলা থাকবে দুপুর বারোটা থেকে তিনটে পর্যন্ত। খোলা থাকবে ওষুধ ও চশমার দোকান।
এছাড়াও প্রয়োজনীয় ও অতি প্রয়োজনীয় ব্যবস্থা যেমন বিমান পরিষেবা, পেট্রোল পাম্প, স্বাস্থ্য ব্যবস্থা, দমকল পরিষেবা, আবর্জনা পরিষ্কার পরিষেবা, সৎকার ব্যবস্থা, বিপর্যয় মোকাবিলা পরিষেবা, বিদ্যুৎ , জল, টেলিফোন, সংবাদমাধ্যম, ইন্টারনেট, এই সব পরিষেবা চালু থাকবে। জরুরি কাজে বাস, অটো, ব্যক্তিগত গাড়ি ব্যবহারেও ছাড় দিল সরকার।

ছবি : https://unsplash.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *