অবশ্যম্ভাবী তৃতীয় ঢেউ।

দেশে তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে দুর্গাপূজার আগেই। এমনটাই আশঙ্কা করছেন এইমসের ডিরেক্টর ডঃ রণদীপ গুলোরিয়ার। দেশে দ্বিতীয় ঢেউয়ের রেশ কাটতেই লকডাউন যেভাবে প্রত্যাহার চলছে, ধাপে ধাপে আনলক প্রক্রিয়া শুরু হবে। খুলবে গণপরিবহন, বাজার হাট, দোকান ইত্যাদি, এবং মানুষ লাগামছাড়া ভাবে কোভিড বিধির তোয়াক্কা না করে যেভাবে রাস্তায় বেরোবে তাতে তৃতীয় ঢেউ অবশ্যম্ভাবী।
দিল্লিতে ইতিমধ্যেই আনলক পর্ব চলছে এবং রাজধানীর বাজারগুলোতে যেভাবে কোভিড বিধি অমান্য করছে মানুষ, তাতে সংক্রমণের শিকল ফের তৈরি হবে এবং তা-ই অতি শক্তিশালী তৃতীয় ঢেউকে আগমন জানাবে। পশ্চিমবঙ্গে বিধিনিষেধ অমান্য করেই মানুষ জমায়েত করছে বাজারে। সেখানে দূরত্ব বিধি ও মাস্ক নেই বললেই চলে। এমত পরিস্থিতি এখন হলেই কয়েক মাসের মধ্যেই তৃতীয় ঢেউ কতটা ভয়ংকর রূপ নেবে, তা ধারণা করতে পারছেনা দেশবাসী। তাই সতর্ক করছে চিকিৎসকেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *