খুলছে স্কুল, কলেজ বিশ্ববিদ্যালয়। আনন্দ না আতঙ্ক?

অতিমারির কোপ এখনও সরেনি, কলকাতার বিভিন্ন জায়গায় কন্টেনমেন্ট ও মাইক্রো কন্টেনমেন্ট জোন তৈরি হচ্ছে, এমন সময়ই সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন আগামী ১৫ নভেম্বর থেকে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলি খুলে দেওয়া হবে। প্রাথমিকভাবে এই দিন জানালেও পরে তারিখটি পিছিয়ে ১৬ নভেম্বর করা হয়েছে। ১৫ তারিখ বীরসা মুন্ডার জন্মদিন উপলক্ষে ছুটি ঘোষণা করা হয়েছে। তাই রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি খুলবে ১৬ তারিখ।


আপাতত নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত খুলবে স্কুল। ১৫ তারিখের মধ্যে সকল শিক্ষা প্রতিষ্ঠানের স্যানিটাইসেশন শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া রেলের সঙ্গে কথা বলা হচ্ছে, সকল শিক্ষক, ছাত্রছাত্রীদের সুবিধার্থের জন্য।


পুজোর পরে যেভাবে কোভিড গ্রাফ আবার ঊর্ধ্বমুখী, সেখানে মুখ্যমন্ত্রীর নির্দেশের দিকে তাকিয়ে ছিল সকলেই। মুখ্যমন্ত্রী সেই ধোঁয়াশা কাটাতেই বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছেন।


প্রশ্ন উঠছে ক্লাস শুরু হলে সকলে কি একসঙ্গেই ক্লাস করবে? একই দিনে কি তাদের আনা হবে? হোস্টেল মিলবে? মিললেও তাতে একজনই প্রতি ঘরে থাকবে নাকি সবাই আলাদা আলাদা? নানা জল্পনার মধ্যে এখনও দিন কাটছে ছাত্রছাত্রী থেকে অভিভাবকদের।


দূরত্ববিধি ও আচরণবিধি নিয়ে সরকারের নির্দেশিকা জারি করা হবে শীঘ্রই। নিয়মাবলির খুঁটিনাটি সব বলা থাকবে সেখানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *