নিয়মের নয়াজাল, জারি আংশিক লকডাউনের নতুন নিয়ম


আগামীকাল থেকে নয়া নির্দেশ চালু করলো পশ্চিমবঙ্গ সরকার। আংশিক লকডাউনের কিছু বিধিনিষেধ পরিবর্তন করা হল নয়া নিয়মাবলিতে। আগামী ১৫ই মে থেকে ৩১শে মে পর্যন্ত জারি করা হলো নয়া লকডাউনের নিয়মবিধি।
কাল থেকে বন্ধ থাকবে সমস্ত সরকারি ও বেসরকারি অফিস। লোকাল ট্রেন, বাস ও মেট্রো পরিষেবা সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বন্ধ থাকবে অটো ও ট্যাক্সি পরিষেবাও। নিজস্ব গাড়ি নিয়ে অতি প্রয়োজনে যাতায়াত করা যাবে। তার উপরেও কড়া নজর থাকবে। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ বিশ্ববিদ্যালয়গুলিও বন্ধ রাখা হবে সম্পূর্ণভাবে। ব্যাঙ্ক সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত খোলা থাকবে। এটিএম ও পেট্রোল পাম্পে পরিষেবা চালু থাকবে। শপিং মল, জিম, রেস্তোরাঁ, সুইমিংপুল সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পার্ক, চিড়িয়াখানা, অভয়ারণ্যও বন্ধ থাকবে। মুদির দোকান ও বাজার খোলা থাকবে সকাল ৭ টা থেকে ১০ টা পর্যন্ত। মিষ্টির দোকান খোলা থাকবে সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত। খোলা থাকবে ওষুধের দোকান ও চশমার দোকান। বিয়েবাড়িতে ৫০ জন ও শ্রাদ্ধানুষ্ঠানে ২০ জনের বেশি উপস্থিত থাকতে পারবে না। সমস্ত ধর্মীয় ও রাজনৈতিক সমাবেশ ও জমায়েত বন্ধ রাখা হবে। অত্যাবশ্যক পরিষেবা ছাড়া আন্তঃরাজ্য যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় সরকার।
অর্থনৈতিক অবস্থার কথা মাথায় রেখে প্রায় রোজ পরিবর্তিত হচ্ছে নিয়মাবলী। মানুষকে অনুরোধ করা হচ্ছে সমস্ত নিয়মবিধি মেনে চলার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *