স্নাতকোত্তর পরীক্ষায় রদবদল, সিদ্ধান্ত নিচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়।

করোনার আবহাওয়ায় স্নাতকোত্তর পড়াশোনা ও পরীক্ষায়ও দেখা যাচ্ছে টালমাটাল পরিস্থিতি। ইতিমধ্যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি বিভাগের ফাইনাল সেমিস্টারের পরীক্ষা আগামী জুলাই মাসের মাঝামাঝির মধ্যে শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও বিজ্ঞান বিভাগের ফ্যাকাল্টির বৈঠকেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে তারা ফাইনাল সেমিস্টারের পরীক্ষা শেষ করতে চায় ২০শে আগস্টের মধ্যে। কিন্তু কলা বিভাগের পরীক্ষা নিয়ে সেরকম কিছু সিদ্ধান্ত এখনও নেয়নি বিশ্ববিদ্যালয়। সূত্রের খবর অনুযায়ী আগামী সপ্তাহে ফ্যাকাল্টি কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হতে পারে কলা বিভাগের পরীক্ষা নিয়ে।
স্নাতকোত্তর চূড়ান্ত পরীক্ষার পর পড়ুয়ারা দেশ বিদেশের নানা পরীক্ষার জন্য প্রস্তুতি নেয়। সেই পরীক্ষার প্রস্তুতি নেওয়া এবং তারা যাতে ঠিক সময় মত পরীক্ষায় বসতে পারে, সেই কারণেই পরীক্ষা এগিয়ে আনার প্রস্তাব কলকাতা বিশ্ববিদ্যালয়ের। কিন্তু, অধ্যাপকদের দাবি এর আগে পরীক্ষা এগোলে হয়তো পাঠ্যক্রম শেষ করতে পারবে না পড়ুয়ারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *