উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ার ইন্টারভিউ শুরু আজ থেকে

আজ সোমবার থেকে চালু হতে চলেছে উচ্চ প্রাথমিক স্তরে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া। প্রায় সাড়ে পনেরো হাজার প্রার্থী ইন্টারভিউ দেবেন ১৪৩৪০টি শূন্যপদের জন্য। তার জন্য মোট ২৪টি ইন্টারভিউ বোর্ডও গঠন করা হয়েছে। দিনকে দু ভাগে ভাগ করে ইন্টারভিউ নেওয়া হবে বলেও সিদ্ধান্ত জানানো হয়েছে। প্রতিদিন প্রায় ১২০০ প্রার্থীর ইন্টারভিউ নেওয়া হবে এবং প্রতি অর্ধে প্রায় পঁচিশ থেকে তিরিশ জনের ইন্টারভিউ নেবে প্রতিটি বোর্ড।
স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে এই নিয়োগ প্রক্রিয়া চলবে আগামী ৪ঠা আগস্ট পর্যন্ত। সল্টলেক করুনাময়ীর কাছে বিধাননগর মিউনিসিপ্যাল হাই স্কুলে এই স্কুল সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে।
কি কি নথি সঙ্গে নিয়ে আসতে হবে তার সব তালিকা কমিশন ওয়েবসাইটে দিয়ে দিয়েছে। সেগুলি যাচাই করার পরেই প্রার্থীকে পাঠানো হবে ইন্টারভিউ বোর্ডের কাছে। প্রয়োজনীয় নথি না আনলে এবং নথিতে অসঙ্গতি থাকলে প্রার্থীকে ইন্টারভিউতে বসতে দেওয়া হবে না। প্রার্থী অনুপস্থিত থাকলেও তিনি পুনরায় আর সুযোগ পাবেন না।
এই করোনা আবহাওয়ায় এই নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাই কড়া নজর রাখা হচ্ছে বিধিনিষেধের প্রতিও। প্রত্যেকের মাস্ক পরা বাধ্যতামূলক। প্রবেশপথের শুরুতেই তাপমাত্রা পরীক্ষা করা এবং স্যানিটাইসেশনের ব্যবস্থা করা হবে। এছাড়াও প্রার্থীরা যাতে দূরত্ববিধি বজায় রেখে অপেক্ষা করতে পারে তাই জন্য প্যান্ডেল করা হয়েছে প্রাঙ্গনে।
ছবি: গুগুল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *