ট্রায়াল শুরু ‘জাইকোভ-ডি’-র; মিলবে বারো থেকে আঠের বছরের স্বেচ্ছাসেবকদের।

করোনার প্রথম এবং দ্বিতীয় ঢেউতে দেশ ও রাজ্য টালমাটাল হয়েও পরিস্থিতি সামলে নিতে সক্ষম হয়েছে। কিন্তু মানুষ আশঙ্কা প্রকাশ করেছে করোনার তৃতীয় ঢেউ নিয়ে। যেখানে সমীক্ষা অনুযায়ী জানা যাচ্ছে যে এই ঢেউতে সবথেকে বেশি আক্রান্ত হতে চলেছে শিশুরা।
এই কারণেই দেশজুড়ে শিশুদের প্রতিষেধক প্রয়োগের পরীক্ষা শুরু হতে চলেছে। শিশু কিশোরদের মধ্যে ট্রায়ালের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা শুরু হতে চলেছে অতি শীঘ্রই। সেই জন্য চিকিৎসকদের আর্জি পরীক্ষার জন্য স্বেচ্ছাসেবক শিশু কিশোরদের এবং তাদের বাবা মায়ের সহযোগিতা চাইছেন তারা।
দেশীয় প্রতিষেধক ‘জাইকোভ-ডি’-র তৃতীয় ধাপের প্রতিষেধক প্রয়োগের অনুমতি মিলেছে। সারা দেশ জুড়ে যখন এই প্রতিষেধক প্রয়োগের অনুমতি মিলেছে, তার সাথে হাত মিলিয়েছে ইনস্টিটিউট অব চাইল্ড হেল্থও।
প্রতিষেধক প্রয়োগ করা হবে বারো থেকে আঠের বছর বয়সীদের মধ্যে। এটি একটি ডিএনএ প্রতিষেধক যা দেশের আঠের বছর ও তার নিচের বারোশো জনের উপর প্রয়োগ করা হবে। এই টিকা ত্বকের উপর দেওয়া হবে এবং কোনো সূঁচ প্রয়োগ করা হবে না। প্রতিষেধক নিতে হবে তিনটি ডোজে। প্রথমটি নেওয়ার ২৭ দিন পর নিতে হবে দ্বিতীয় ডোজ এবং তা নেওয়ার পর ৫৬তম দিনে নিতে হবে তৃতীয় ডোজ। এই গবেষণার মাধ্যমে টিকার প্রয়োগের মাধ্যমে নিশ্চিত হতে পারবে সকলেই, শীঘ্রই অন্যান্য টিকার গবেষণাও হতে পারবে শিশুদেহে এবং তাতে টিকার উৎপাদন বাড়ার সম্ভাবনাও থাকবে।

ছবি : https://unsplash.com/s/photos

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *