শুরু হচ্ছে আইসিএসসি ও আইএসসির সেমিস্টার। থাকবে শুধু এমসিকিউ!

আগামীকাল থেকে শুরু হতে চলেছে আইএসসি পরীক্ষার প্রথম সেমিস্টার। এই বছর করোনা আবহে কিছুটা পরিবর্তন ঘটানো হয়েছে। তাই এই পরীক্ষাকে দুটো সেমিস্টারে ভাগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার প্রথমটা কাল থেকে শুরু হতে চলেছে। আগামী ২৯ নভেম্বর থেকে শুরু হতে চলেছে আইসিএসসি পরীক্ষার প্রথম সেমিস্টারও।
এবছর এই প্রথম সেমিস্টারের প্রশ্ন পুরোটাই মাল্টিপেল চয়েস বেসড প্রশ্ন। বহিরাগত শিক্ষক শিক্ষিকারা স্কুলে গার্ড দিতে আসবেন এবং দিনের দিনই সেই পরীক্ষার মূল্যায়ন করে বোর্ডকে নম্বর জানিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে। প্রশ্নপত্র বাড়ি নিয়ে যেতে পারবে না ছাত্রছাত্রীরা কারণ তাতেই লিখতে হবে উত্তর।
বোর্ডের নির্দেশ, কোভিডবিধি মেনে পরীক্ষা নিতে হবে এবং পরীক্ষার ফলাফল দিনের দিন বোর্ডকে পাঠিয়ে দিলেও ডাকযোগে বোর্ডের ঠিকানায় পাঠাতে হবে উত্তরপত্র।
কীভাবে মূল্যায়ন করা হবে তা নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে শিক্ষক শিক্ষিকাদের, সেই কারণে এবার অনুমান করা হচ্ছে ফলাফল অতি শীঘ্রই জানিয়ে দেওয়া যাবে। উত্তরের ধাঁচ কী হবে তারও এক ধারণা সমেত গাইডলাইন দিয়ে দেবে বোর্ড। জোরকদমে চলছে তারই প্রস্তুতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *