করোনা না বর্ষা? গণপরিবহন বন্ধ থাকার জন্য নাজেহাল কর্মরত মানুষেরা।

করোনার প্রকোপে বর্ষাকাল শুরু হতেই ফের নাজেহাল অবস্থা কর্মরত মানুষেরা। দূর থেকে কাজে আসতে হচ্ছে যাদের, সরকারি ও বেসরকারি যেসব জায়গায় অফিস খোলা আছে, শুধু তাই নয়, মল ও রেস্তোরাঁয় কর্মরত মানুষের জন্য গণপরিবহন নেই। ভরসা করতে হচ্ছে ক্যাব ও ট্যাক্সির উপর।
স্টাফ স্পেশাল ট্রেন ও মেট্রোয় ওঠার অনুমতি নেই এইসব বেসরকারি জায়গায় কর্মরত মানুষদের। কিন্তু মফঃস্বল এলাকা থেকে তাদের আসতে হচ্ছে কলকাতায়। ফলে দুর্ভোগের শেষ নেই তাদের। এর মধ্যে এই ভরা বর্ষায় ক্যাব পাওয়া দুষ্কর এবং তার চড়া ভাড়ার জন্য প্রতিদিন ক্যাবে যাতায়াত করা মধ্যবিত্তের সাধ্যের বাইরে।
এই বর্ষায় জলমগ্ন শহরে অনেক ক্যাবচালক গাড়ি নিয়ে বেরোতেও পারছেন না। ফলত ক্যাব চালকদের একদিক যেমন সুখের মুখ দেখছেন, অন্যদিকে তাদের দুর্ভোগের মুখ দেখতে হচ্ছে। ফলত কম ক্যাব থাকার জন্য চড়া ভাড়া। উপভোক্তারা বলছেন এই অবস্থায় বাস ট্রেনই ভরসা। ফলত অপেক্ষায় কবে গণপরিবহন মানুষের সুবিধার্থে খুলে দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *