বইপোকাদের জন্য খুশির খবর

শাড়ি, সোনার গয়নার বিক্রেতারা ছাড় পেলেও ছাড় পাচ্ছিলেন না বইয়ের দোকানগুলো। ফলত যেমন অসুবিধার সম্মুখীন হচ্ছিল পাঠকেরা, তেমনই হতাশ হয়েছিল বই বিক্রেতারা পাঠকের মনমতো বই তাদের কাছে পৌঁছে না দিতে পারার জন্য। দীর্ঘ এক মাস ধরে যে বাধানিষেধের মুখে পড়েছিল বিভিন্ন বই বিক্রেতারা, গত ২৬শে মে পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের পক্ষ থেকে তারা তাদের চিঠিতে আর্জি জানিয়েছিল মুখ্যমন্ত্রীর কাছে যে তারা কোভিড-১৯ সংক্রান্ত কড়া বিধিনিষেধের মধ্যে সব নিয়ম মেনে যদি দোকান খোলা রাখতে পারেন। মুখ্যমন্ত্রী তার অনুমতি দেন। আজ পয়লা জুন থেকে বই বিক্রেতারা দুপুর বারোটা থেকে তিনটে পর্যন্ত দোকান খোলায় অনুমতি দেওয়া হয়েছে। এই অনুমতি দেওয়া হয় রাজ্যের বই কারবারি এবং খুচরো বই বিক্রেতাদের। কলকাতার বইপাড়াও দুপুরে খোলা থাকবে।

ছবি : unsplash.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *