খেলাধুলো করে যে, পড়াশুনাও করে সে।

যে রাঁধে সে চুলও বাঁধে। এমনটা আমরা শুনেই এসেছি। কিন্তু খেলাধুলা করে যে, পড়াশুনাও করে সে, এমনটা প্রমাণ করে দিল ভারতীয় শুটার দলের সদস্য মনু ভাকের। একদিকে তিনি এখন রয়েছেন ক্রোয়েশিয়ার রাজধানী জাগ্রেবে, কিন্তু পাশাপাশি চালিয়ে যাচ্ছেন তার পড়াশুনা। দিল্লি বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত লেডি শ্রীরাম কলেজের পলিটিক্যাল সায়েন্সের ছাত্রী তিনি। আগামীকাল থেকে তার চতুর্থ সেমিস্টারের পরীক্ষা শুরু হওয়ার কথা। আগামী কুড়ি তারিখ থেকে শুরু হবে ইউরোপীয়ান চ্যাম্পিয়নশিপ। ভারতীয় শুটার দল আমন্ত্রিত সদস্য হিসেবে সেখানে যোগদান করবে। এরপরে সম্ভবত ২২শে জুন থেকে ৩রা জুলাই পর্যন্ত ক্রোয়েশিয়ার ওসিয়েকেই চলবে আইএসএফ বিশ্বকাপ। পরীক্ষার মাঝখানে খেলা থাকলেও এই ব্যাপারে সে স্বস্তি পেয়েছে যে প্রতিযোগিতার দিনগুলি তার পরীক্ষার দিনগুলির থেকে আলাদা। পিটিআইয়ের সাক্ষাৎকারে তিনি বলেছেন তিনি অতীতেও এমন অনেক পরিস্থিতিতে দুটোকেই সামলেছেন, এবারেও পারবেন। তার লক্ষ্য টোকিওতে খেলতে নেমে নিজের দেশের নাম উজ্জ্বল করা। তাই বিদেশে খেলার পাশাপাশি তিনি নিজের পড়াশুনাও সমানভাবে চালিয়ে যাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *