ভারতের ভয়ে কাঁপছে বিশ্ব, নয়া স্ট্রেনের দাপট বাড়ছে ব্রিটেনে।

বিশ্ব সামাল দিয়ে উঠলেও করোনা সামলাতে হিমশিম খাচ্ছে দেশ। বিমান চলাচল অব্যাহত থাকার জন্য চিন্তা বেড়েছে অন্যান্য দেশের। ভয়ে কাঁপছে ব্রিটেনের মত দেশগুলি যারা কোভিডের দ্বিতীয় ঢেউকেও সামলে নিয়েছিল কয়েকমাস আগেও। কিন্তু ভারতে তা পৌঁছে যে ভয়ানক আকার ধারণ করেছে তা সামাল দেওয়ার চিন্তায় চিন্তিত বিভিন্ন দেশ।
মিউটেশন ঘটিয়ে করোনার এক ভ্যারিয়েন্ট পাওয়া গেছে এই দেশে, যার খোঁজ এবার বিদেশেও পাওয়া যাচ্ছে। বৈজ্ঞানিকদের দাবি ব্রিটেন বা কেন্ট ভ্যারিয়েন্টের থেকেও ভয়ংকর এই ভারতীয় ভ্যারিয়েন্ট। এক্ষেত্রে ভ্যাকসিনের কার্যকারণ ক্ষমতাকেও প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়েছেন বিজ্ঞানীরা। সাম্প্রতিক কালে আমেরিকা থেকে দু’জন তাদের টিকাকরণের ডোজ শেষ করিয়ে ভারতে এসেছিলেন। কিন্তু এখানে এসে দুজনেই আক্রান্ত হন করোনায় এবং তারা মারা যান। এই ভারতীয় স্ট্রেন ব্রিটেন স্ট্রেনের থেকে ৬০ শতাংশ বেশি সংক্রামক বলে দাবি করেন ইউনিভার্সিটি অফ লুভেনের অধ্যাপক টম ওয়েলসেলেয়ার্স।
শীঘ্রই পাবলিক হেলথ ইংল্যান্ডের একটি পরিসংখ্যান প্রকাশ্যে আসতে চলেছে। তার মতে ভারতীয় ভ্যারিয়েন্টের জন্য ব্রিটেনে এক সপ্তাহে করোনা আক্রান্তের সংখ্যা তিন গুণ বেড়ে গিয়েছে। লাগামছাড়া ভারতীয় প্রশাসনিক ব্যবস্থা , সামাল দিতে অপারগ তারা। বিভিন্ন দেশ থেকে সাহায্য মিললেও এই স্ট্রেন রাতের ঘুম কেড়ে নিয়েছে বিশ্বব্যাপী মানুষ, ডাক্তার ও বিজ্ঞানীদের।
বিশ্বে করোনায় মৃতের সংখ্যা মোট ৩৩,৫২,৪৪৩। সুস্থ হয়েছেন ১৩,৯৪,২৭,০১৬ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *