অনিশার দুঃসাহস

বাকস্বাধীনতাহীন দেশে এক জেদ ও অদম্য মনোবল নিয়ে লড়াই করে যাওয়া এক নারী শক্তি। নাম? অনিশা শাহিদ।


বাবার স্বপ্ন ছিল তালিবানমুক্ত আফগানিস্তানের একরত্তি এই মেয়ে শিক্ষিকা হবে। কিন্তু নির্ভীক মেয়ের জেদ, যদি সাংবাদিকতা না করতে পারে, তবে সে কোনো কাজই করবে না। সদ্য বিশ্ববিদ্যালয় পাশ করা মেয়ের মুখে এমন কথা শুনে ভয় পেয়েছিলেন বাবা-মা। ২০০৯ সাল থেকে তার সংবাদমাধ্যমে কাজ শুরু। তখন থেকে ভীতসন্ত্রস্ত মা বাবা অপেক্ষা করে থাকতো মেয়ের রোজ বাড়ি ফেরা নিয়ে।


অনিশার ছোটবেলা কেটেছে অনিশ্চয়তার মধ্যে। সে স্কুলে যেতে পারবে কি না নির্ভর করতো তালিবানদের উপর। আক্রমণের ভয়ে স্কুলে যেতে পারতেন না। সেই মেয়ের যে জীবনে এক সাংবাদিক হয়ে উঠে দাঁড়ানোর লড়াই তা সে সফলভাবে পালন করে চলেছে।


যে দেশে তালিবানশক্তি অসীম, দানিশের মত সাংবাদিকের নিহত হওয়ার খবর পেয়েছি আমরা কিছুদিন আগেই, সেখানে রোজ তাকে নতুন পথে অফিসে যেতে হয়, ফিরতে হয় রোজ অন্য পথে, সেখানে দেশের অন্যতম সেরা সংবাদমাধ্যমে কাজ করতে পারার ইচ্ছা তাকে সব সাহস জুগিয়ে চলছে।


দেশের কোন থেকে সত্যিকে তিনি খুঁজে আনতে চান।পাশে দাঁড়াতে চান অসহায় মানুষের, চোখের জল মুছিয়ে দিতে চান। কিন্তু তাও তার মনে হয় মানুষের জন্য তিনি কিছু করে উঠতে পারছেন না। তিনিও চান শান্তিপূর্ণভাবে তার দেশে বাঁচতে, তার দেশের মানুষকে বাঁচাতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *