ফ্রান্সে মিললো কোভিশিল্ডের ছাড়পত্র।

বিভিন্ন দেশের বিভিন্ন টিকা ও টিকাকরণ নিয়ে মতবিরোধ ছিল প্রথম থেকেই। ইউরোপের অনেক দেশ ভারতের টিকা কোভিশিল্ডকে মান্যতা দিতে চাইছিলেন না। তবে পরিস্থিতির একটু যেন পরিবর্তন দেখা গেল এবার।
ফ্রান্সের প্রধানমন্ত্রী জঁ কাস্তেক্স অক্সফোর্ড অ্যাস্টাজ়েনেকারের প্রতিষেধকের ভারতীয় সংস্করণ কোভিশিল্ডকে মান্যতা দিলেন। তিনি বলেছেন দ্বিতীয় ডোজ নেওয়ার সাত দিন পরে যে কেউ ফ্রান্সে প্রবেশ করার অনুমতি পেতে পারেন।
তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় তা রুখতে টিকাকরণ নিয়ে কড়াকড়ি সব দেশে। দেখা যাচ্ছে টিকাকরণের পরে সংক্রমণের মাত্রা অনেকটাই কম মানুষের মধ্যে। বৃহস্পতিবার এক সমীক্ষায় দেখা গেছে আমেরিকায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৩ হাজার হয়ে গিয়েছে এবং তা হয়েছে যাদের এখনো টিকাকরণ হয়নি। টিকা নিয়ে বিভিন্ন ভুয়ো খবর ছড়িয়ে পড়ার কারণেই মানুষ এমন টিকাবিমুখ হয়ে পড়েছেন। কিন্তু তার জন্য মানুষ নিজের এবং পারিপার্শ্বিক মানুষের জন্য ভয়াবহতার এক পরিবেশ তৈরি করছেন ক্রমাগত।
ভারতের তৈরি এই টিকাকে মান্যতা দিতে চাইছিলেন না কেউই। কিন্তু, ভারতের কূটনৈতিক চাপে এই টিকার ছাড়পত্র মিলছে। সুইডেন, জার্মানি এবং এইবার ফ্রান্স সহ বিভিন্ন ইউরোপীয় দেশে এইবার ছাড়পত্র মিললো এই টিকার।
ছবি : https://images.app.goo.gl

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *