ভারতকে হুমকি দিয়ে সিঙ্গাপুরের নতুন স্ট্রেন

ভারতের নয়া স্ট্রেন যেমন বিশ্বকে ভাবাচ্ছে, সেইরকমই আরো এক নতুন স্ট্রেনের খোঁজ মিললো সিঙ্গাপুরে, যা ভারতে তৃতীয় ঢেউয়ের জন্য দায়ী হতে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকেরা।
দ্বিতীয় ঢেউ সামাল দিতেই হিমশিম খাচ্ছে রাজ্য থেকে কেন্দ্রীয় সরকার। সর্বত্র অক্সিজেন থেকে বেডের হাহাকার। সেখানে ভারতীয় স্ট্রেন মিউটেশন ঘটিয়ে যেমন সংক্রমণ ক্ষমতা বাড়িয়েছে, তাকেও ছাপিয়ে যেতে পারে বলে অনুমান করা হচ্ছে নয় এই সিঙ্গাপুর স্ট্রেনে। আগের স্ট্রেনগুলি মধ্যবয়স্ক ও প্রৌঢ়দের আক্রান্ত করছিল, কিন্তু এই নয়া স্ট্রেন আক্রান্ত করতে পারে শিশুদেরও। প্রবীণ ও মাঝবয়সীদের মধ্যে যে প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠেছে তা শিশুদের মধ্যে এখনো তৈরি হয়নি, ফলে এই তৃতীয় ঢেউয়ে তাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। আগামী দু সপ্তাহের মধ্যেই ভারতে দুই থেকে আঠের বছর বয়সীদের মধ্যে কোভ্যাক্সিন প্রতিষেধকের পরীক্ষামূলক প্রয়োগ শুরু হতে চলেছে।
করোনার দ্বিতীয় ঢেউয়ে দু বছর বয়সী শিশুরা কিছু আক্রান্ত হয়েছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দেখা গেছে তারা উপসর্গহীন ও জ্বরের প্রাথমিক চিকিৎসায় তারা সুস্থ হয়ে উঠছে। যা চিকিৎসকদের ভাবাচ্ছে তা হল অনেক মানুষ এই উপসর্গহীন শিশুদের দ্বারাই আক্রান্ত হতে পারে।
এই নতুন স্ট্রেন সম্বন্ধে উদ্বেগ প্রকাশ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও। তিনি এই পরিস্থিতিতে পরামর্শও দিয়েছেন যে সিঙ্গাপুরের সঙ্গে অবিলম্বে বিমান পরিষেবা বিচ্ছিন্ন করা হোক। যদিও বহু ডাক্তারের মতে ভারত ও বিশ্বের বহু দেশেই তৃতীয় ঢেউ অবশ্যম্ভাবী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *