প্রকাশিত আইসিএসই ও আইএসসি পরীক্ষার ফল

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের পরে এইবার ফল প্রকাশিত হল আইসিএসই ও আইএসসি পরীক্ষার। গতকালই তাদের ওয়েবসাইটে ও এসএমএসের মাধ্যমে ফল জানা গেছে ছাত্রছাত্রীদের।
রাজ্যে পাশের হার প্রায় ৯৯.৯৮% , এবং আইএসসি পরীক্ষার পাশের হার প্রায় ৯৯.৬৩% । তবে বোর্ডের তরফ থেকে কোনো মেধা তালিকা প্ৰকাশ করা হয়নি।
দেশের বাইরে সিঙ্গাপুর, দুবাই, শারজা ও ইন্দোনেশিয়ায় এই বোর্ডের শাখা রয়েছে। সেখানেও পাশের হার প্রায় একই।
করোনা আবহে এই বোর্ডও মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের মত পরীক্ষা বাতিল করে বিকল্প উপায়ে ফলাফল প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছিল। সেখানে সেই বিশেষ পদ্ধতিতেই মূল্যায়ন করা হয়েছে। দশম শ্রেণীর জন্য নবম শ্রেণী, দশম শ্রেণীর সারা বছরের অভ্যন্তরীণ পরীক্ষা, বোর্ডের প্র্যাকটিক্যাল ও প্রোজেক্টের নম্বরের ভিত্তিতে ফলাফল প্রকাশিত হয়।
আইএসসির জন্য একাদশ ও দ্বাদশ শ্রেণীর স্কুলের অভ্যন্তরীণ পরীক্ষা, দশম শ্রেণীর সেরা চার বিষয়ের নম্বর, ইংরেজির নম্বর ও বোর্ডের প্র্যাকটিক্যাল ও প্রজেক্টের নম্বরের ভিত্তিতে ফলাফল প্রকাশিত হয়েছে।
দেশে ও বিদেশে ছেলেদের সাথে পাল্লা দিয়ে মেয়েদের পাশের হার একই। দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় মেয়েরা সামান্য এগিয়ে ছেলেদের তুলনায়।
বোর্ড থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যদি কোনো ছাত্রছাত্রীর পরীক্ষার মূল্যায়ন অপছন্দ হয় তবে কোভিড পরিস্থিতি ঠিক হলে তারা পরীক্ষায় বসতে পারে। সে ক্ষেত্রে পরীক্ষায় প্রাপ্ত ফলই হবে চূড়ান্ত।
ফলাফল প্রকাশিত হলেও আগামী সপ্তাহ থেকে মার্কশিট পাওয়া যাবে বিভিন্ন স্কুলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *