মূল্যায়নের মানদণ্ড কী? দ্বিধায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা।

মূল্যায়নের পদ্ধতি নিয়ে কোনো সিদ্ধান্ত এখনো অবধি নেয়নি রাজ্য সরকার। কিন্তু গত সপ্তাহে যখন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয় তখন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন যে মূল্যায়নের পদ্ধতি সম্পর্কেও জানিয়ে দেওয়া হবে আগামী এক সপ্তাহের মধ্যে।
সূত্রের খবর উচ্চমাধ্যমিকের ক্ষেত্রে মাধ্যমিকের নম্বর বিবেচিত হবে, এবং মাধ্যমিকের ক্ষেত্রে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার নম্বরের সাথে দশম শ্রেণীর অন্তর্বতী পরীক্ষার নম্বর বিবেচিত হবে। তবে তা কতটা যুক্তিযুক্ত ও ছাত্রছাত্রীদের মেধার উপর কতটা সুবিচার করা হচ্ছে তা নিয়েই অনেকেই সন্দেহ প্রকাশ করছে। যেহেতু মাধ্যমিক পরীক্ষা মূলত দশম শ্রেণীর পাঠের উপর ভিত্তি করে করা হয়, তাই নবম শ্রেণীর নম্বরের ভিত্তিতে মূল্যায়ন কতটা যুক্তিযুক্ত তা নিয়ে ক্ষুব্ধ অনেকেই।
উচ্চমাধ্যমিকের ক্ষেত্রে ল্যাব বেসড বিষয়গুলির ৩০ নম্বর ও নন ল্যাব বেসড বিষয়গুলির ২০ নম্বরের পাশাপাশি মাধ্যমিকের নম্বরের ভিত্তিতে মূল্যায়ন করা হবে বলে অনুমান করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *