অনলাইন পঠন পাঠন আকর্ষণীয় করতে ই-ওয়ার্কশপ

ছবিঃ unsplash.com

অতিমারী পরিস্থিতির জন্য সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলি গত দেড় বছর ধরে বন্ধ থাকায় পঠন পাঠন প্রক্রিয়া যখন ভয়ঙ্কর সংকটের মধ্যে যাচ্ছে , সেই সময় প্রান্তজন নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা অনলাইন পঠন পাঠনকে আকর্ষণীয় করতে অভিনব উদ্যোগ নিয়েছে। উদ্যোক্তাদের কথায়, কলেজ বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাস চলছে তবু কিছুটা হলেও, কিন্তু, স্কুলগুলির অবস্থা সব থেকে শোচনীয়। এই সব বিবেচনা করে প্রান্তজন একটি অভিনব উপায়ে কিছু বাংলা মাধ্যমের শিক্ষার্থী বাছাই করে জুলাই মাস থেকে অনলাইন ক্লাস শুরু করতে চলেছে।

সহজপাঠ নামে এই অনলাইন ক্লাস জুলাই মাসে শুরুর আগেই জুনের ২৬ তারিখ থেকে অনলাইন ক্লাস বা সার্বিক ভাবে স্কুলের পড়াশোনাকে মজাদার ও আকর্ষণীয় করে তোলার বিষয়ে একটি ওয়ার্কশপ আয়োজন করছে। অনলাইন এই ওয়ার্কশপে সকলকে স্বাগত জানানো হয়েছে।

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বা শহরের নামি স্কুলে অনলাইন ক্লাসের প্রচেষ্টা কিছুটা টিকে থাকলেও গ্রামীণ স্কুলে অনলাইন পড়াশোনা প্রায় সর্বত্র মুখ থুবড়ে পড়েছে। অনলাইন পড়াশোনার সংকটের বহুবিধ কারণের মধ্যে নেটওয়ার্ক এর সমস্যা, গ্রামীন ছাত্র ছাত্রীদের আর্থ সামাজিক অবস্থার সঙ্গে সঙ্গে অনলাইন পাঠদানে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের যথাযথ ট্রেনিং না থাকাটাও অন্যতম গুরুত্বপূর্ণ সমস্যা।

অনেকে অনলাইন পঠন পাঠনে ব্যক্তিগতভাবে দক্ষতা অর্জন করেও শিক্ষার্থীদের কাছ থেকে যথাযথ প্রতিক্রিয়া পান না। অনলাইন ক্লাসের সমস্যা নিয়ে বলতে গিয়ে আই আই টি বম্বের রসায়ন প্রযুক্তির অধ্যাপক অভিজিৎ মজুমদার শিক্ষার্থীদের অভিব্যক্তি, প্রতিক্রিয়া দেখতে না পাওয়া শিক্ষকদের ভালো পড়ানোর সামনে একটা প্রতিবন্ধকতা হিসাবে উপস্থিত হয়। এই অবস্থায় অপরিণত বয়সের স্কুলের শিক্ষার্থীদের কাছে পড়াশোনাকে আকর্ষণীয় করে তোলা একটা বড়সড় চ্যালেঞ্জ।

প্রান্তজনের পক্ষ থেকে ফিরোজ আহমেদ জানিয়েছেন তাঁরা গ্রামীন বা মফঃস্বলের পশ্চিমবঙ্গ বোর্ডের বাংলা মাধ্যমের কিছু শিক্ষার্থীদের বাছাই করে ক্লাস এইট থেকে টুয়েল্ভ পর্যন্ত অবৈতনিক ভাবে অনলাইন পাঠদান করা হবে। এই কাজের জন্য প্রান্তজনের পক্ষ থেকে দেশে বিদেশে থাকা বাঙালি শিক্ষা জগতের মানুষের সঙ্গে যোগাযোগ করা হয়। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক, অধ্যাপক, গবেষক সপ্তাহে একদিন এক ঘণ্টা ক্লাস নেবেন এরকম প্রতিশ্রুতি দিয়ে এগিয়ে এসেছেন।

কলেজে অধ্যাপনার সঙ্গে যুক্ত ডঃ নিশান চ্যাটার্জী, ডঃ বিনিতা দত্ত, ডঃ রৌশন আলি, ডঃ রাকিবুল ইসলাম, ডঃ আফরোজা খাতুন বা গবেষক সামসুজ্জামানরা যেমন এগিয়ে এসেছেন, সপ্তাহে মাত্র একদিন এক ঘণ্টা সময় দিতে আমেরিকার মিশিগান স্টেট ইউনিভার্সিটিতে পোস্ট ডক্টরাল রিসার্চ করতে থাকা ডঃ শ্রমণা চ্যাটার্জী এগিয়ে এসেছেন, স্কুলের বাচ্চাদের সঙ্গে মজার ছলে পড়াশোনা করার আনন্দ পেতে ব্যস্ত চিকিৎসক ডাঃ রউফ মোল্লা কোনও একটা ক্লাসের বায়োলজির কিছু টপিক পড়াতে আনন্দের সঙ্গে সম্মতি জানিয়েছেন। অন্য পেশায় যুক্ত থাকা অর্থনীতিতে পি এইচ ডি করা ডঃ শওকত ইকবাল বা উৎসা সারমিন সানন্দে এই প্রজেক্টে যুক্ত হয়েছেন।

এই প্রজেক্টে যুক্ত শিক্ষার্থীদের সার্বিক মানসিক গঠনের দিকে নজর দিয়ে রাকিবা সুলতানা সপ্তাহে একদিন আবৃত্তির ক্লাস নেবেন, মনোবিদ শাহানাজ রেজা মানসিক কাউন্সিলিং করবেন, প্যারিসে থাকা ইন্ডাস্ট্রিয়াল ন্যানোটেকনলজির প্রযুক্তি গবেষক ডঃ পবিত্র দাস মাসে দুইদিন বিজ্ঞানের আবিস্কার ও আবিষ্কর্তাদের নিয়ে গল্পের আসর করবেন। অনলাইন ক্লাসে পড়াশোনা মজাদার করতে গিয়ে যাতে কোনোভাবে সিলেবাসের পড়াশোনাতে অবহেলা না হয় সেটা দেখার জন্য স্কুলে পড়ানোতে এক ঝাঁক অভিজ্ঞ শিক্ষক স্বেচ্ছাশ্রম দিতে সম্মতি দিয়েছেন। এই অভিজ্ঞ শিক্ষকের তালিকায় আছেন মারুফা খাতুন, সরিতা আহমেদ, সৌগত রায়, আলিফা পারভিন, তনুশ্রী চক্রবর্তী, নাফিস আনোয়ার, বেনজির খান ও অন্যান্য অনেক শিক্ষক শিক্ষিকা।

অনলাইন ক্লাস কীভাবে আকর্ষণীয় করা যায় বা সার্বিক ভাবে স্কুলের পঠন পাঠনকে আকর্ষণীয় করার সম্ভাব্য উপায় ও বিজ্ঞান সম্মত পঠনপাঠন ও বিজ্ঞান চেতনা গড়ে তুলতে ২৬ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত সন্ধ্যায় একটি করে ওয়ার্কশপের লেকচার হবে।

২৬ জুন ওয়ার্ক শপে বক্তব্য রাখবেন ডঃ অরিন্দম মজুমদার, পোস্ট ডক্টরাল ফেলো, ডিপার্টমেন্ট অফ ফিজিক্স, আই আই টি খড়গপুর। তিনি শিক্ষা ব্যবস্থার বিবর্তন নিয়ে বক্তব্য রাখবেন, প্রযুক্তির বিকাশের সাথে ভবিষ্যৎ ক্লাসরুম পঠনের সম্ভাব্য গতি প্রকৃতি নিয়ে বক্তব্য রাখবেন।

২৭ জুন আই আই টি খড়গপুর-এর সেন্টার ফর এডুকেশনাল টেকনলজি-র অধ্যাপক মঞ্জিরা সিনহা ক্লাসে প্রযুক্তির ব্যবহার নিয়ে বক্তব্য রাখবেন। স্কুলের শিক্ষকরা যারা অনলাইন ক্লাসে প্রযুক্তি ব্যবহার নিয়ে অভিজ্ঞতা অর্জন করতে চান তাঁরা এই লেকচার থেকে উপকৃত হবেন। এছাড়াও আই আই টি বম্বের অধ্যাপক ডঃ অভিজিৎ মজুমদার, ইন্ডিয়ান ইন্সিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনলজি (IIEST, Shibpur)-এর ডঃ সৈয়দ মিনহাজ হোসেন, ইন্ডিয়ান ইন্সিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ কোলকাতা (IISER-Kolkata)-এর ডঃ অনিন্দিতা ভদ্র, সাহা ইন্সটিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স-এর প্রাক্তন অধ্যাপক ডঃ কমলেশ ভৌমিক এবং ডঃ বিজয় ভূষণ বল, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইন্সিটিউট কোলকাতা-র ডঃ কুন্তল ঘোষ, ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির সম্পাদক দেবাশিস ভট্টাচার্য ও অন্যান্য অনেকে এই ওয়ার্কশপে বক্তব্য রাখবেন।

আয়োজকরা একটি Google Form দিয়েছেন,

Virtual Workshop Registration Link:    https://forms.gle/Px9jqGYvzxaKYfEZ8

উপরের লিঙ্কের ফর্মটিতে যোগাযোগের ঠিকানা পূরণ করে দিলে ওয়ার্কশপের সম্পূর্ণ বক্তার তালিকা, বক্তব্যের বিষয় ও সূচী এবং বক্তব্যের লিঙ্ক পাওয়া যাবে বলে জানানো হচ্ছে কর্মকর্তাদের পক্ষ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *