মিলছে না ভ্রমণের ছাড়পত্র; ব্যাজার মুখে ফিরে আসতে বাধ্য হচ্ছে পর্যটকেরা।

দ্বিতীয় ঢেউ কমতে না কমতেই মানুষ লাগামছাড়া হয়ে বেরিয়ে পড়ছেন বাইরে। কেউ কেউ বাড়ির একঘেয়ে পরিবেশে বন্দি থাকতে থাকতে বিরক্ত হয়ে ছুটে যেতে চাইছেন ভ্রমনক্ষেত্রে। কিন্তু আসন্ন তৃতীয় ঢেউকে আরো অবশ্যম্ভাবী করে তুলবে এই লাগামছাড়া আচরণ।
এই কারণেই কড়াকড়ি নিয়ে বিশেষ সতর্কতা দেখা যাচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। প্রবেশ পথ থেকে হোটেল ঘর, সর্বত্রই চলছে নাক তল্লাশি। রাজ্যে দিঘা, মন্দারমনি এখন পর্যটনমুখর এক জায়গা। তাই কিছু দিনের ফাঁক পেলেই মানুষ সেখানেই যাচ্ছে। কিন্তু পূর্ব মেদিনীপুর পুলিশ প্রশাসন কড়া ব্যবস্থা নিচ্ছে। শুক্রবার সন্ধ্যা থেকে দুটি করোনা ডোজ নেওয়ার শংসাপত্র ও কোভিড নেগেটিভ রিপোর্ট না সঙ্গে থাকলে পর্যটকদের ব্যাজার মুখে বাড়ি ফিরে আসতে হচ্ছে।
শনিবার জেলাশাসকের নেতৃত্বে একটি দল তল্লাশি চালায় বিভিন্ন হোটেলে। সেখানে দেখা যায় প্রায় ৮০-৯০ শতাংশ মানুষের কাছে প্রয়োজনীয় নথিপত্র ছিল। কিন্তু কিছু হোটেলে ৫০ শতাংশের বেশি পর্যটক রাখায় তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়।
করোনা রুখতেই গত সোমবার থেকে কাঁথি মহকুমা প্রশাসন এই নির্দেশিকা জারি করেছে যে আরটিপিসিয়ার পরীক্ষার নেগেটিভ রিপোর্ট বা টিকাকরণের প্রমাণপত্র দেখাতে হবে। অনেক ক্ষেত্রেই পর্যটকেরা এটা মানতে চাইছেন না কিমতু সকলের ভালোর জন্য, স্থানীয় বাসিন্দা এবং পর্যটকদের সুরক্ষার্থে এই পদক্ষেপ নিয়েছে প্রশাসন। সকলকে সচেতন করতে তারা এই অভিযান চালিয়ে যাবে।

ছবি : https://unsplash.com/s/photos

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *