ইমাম ভাতা নয়, সবার হাতে কাজ চাই, আওয়াজ তুললেন আব্বাস

ইমাম ভাতা বন্ধের দাবি জানালেন ফুরফুরা শরিফের পিরজাদা তথা ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের (আইএসএফ) প্রধান আব্বাস সিদ্দিকি। মঙ্গলবার হরিপালে ফ্রন্টের প্রার্থী শিমুল সোরেনের হয়ে প্রচার করতে এসে তিনি এই দাবি করেন।

বিকেলে হরিপালের কালুবাটীতে নির্বাচনী সভায় আব্বাস বলেন, ‘‘ইমাম ভাতা চাই না। চাই সকলের জন্য কাজ, শিক্ষা, বাসস্থান আর চিকিৎসা।’’ এই ধরণের ভাতার পরিবর্তে প্রকৃত উন্নয়ন কর্মসংস্থান ও নাগরিক পরিষেবার গুরুত্বের কথা তুলে ধরেন।

হরিপাল কেন্দ্রে এ বার তৃণমূলের টিকিটে দাঁড়িয়েছেন এখানকার বিদায়ী বিধায়ক বেচারাম মান্নার স্ত্রী করবী মান্না। বেচারাম সরে গিয়েছেন পাশের সিঙ্গুর আসনে। এ দিন নাম না করে বেচারামকে একহাত নেন আব্বাস। তাঁর তোপ, ‘‘একা লুটে লুটে হয়নি। এ বার স্ত্রীকেও নামিয়েছেন।’’ বিষয়টিকে ‘জমিদারির পরিবারতন্ত্র’ বলে কটাক্ষ করেন তিনি। তাঁর কথায়, ‘‘নেতার ছেলেই শুধু নেতা হবেন আর বাকিরা লাঙ্গল ঠেলবেন, এই পরম্পরা পরিবর্তন করতে হবে।’’ তাঁর অভিযোগ, মারা গিয়েছেন এমন লোকের নামে বিভিন্ন প্রকল্পে টাকা আসছে। সেই টাকা কারা আত্মসাৎ করছেন, সেই তথ্য জোগাড়ের চেষ্টা করছেন তাঁরা। প্রসঙ্গত উল্লেখ্য বিজেপিও মতুয়াদের ভোট পেতে ঠাকুর পরিবারের মধ্যের ব্যাক্তিদেরই প্রার্থী করা হচ্ছে। অর্থাৎ বংশ পরম্পরায় পরিবার পরিজনদের প্রার্থী করার ব্যাপারে, ক্ষমতার শীর্ষে বসিয়ে দেওয়ার ব্যাপারে বিজেপি বা তৃণমূল কেউ পিছিয়ে নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *