ফেনিল সাদা হল কাদা গোলা।

সমুদ্রের ঘোলা কালো জল দেখে শঙ্কিত স্থানীয় ও পর্যটকদের সকলেই। গতকাল থেকেই সমুদ্রের রংবদলে ঘোর চিন্তিত সকলেই।


সাদা ফেনাযুক্ত উঁচু উঁচু ঢেউ যে বালুকাতটকে সিক্ত করে রাখে সবসময় সেখানে কালো কাদাগোলা জল দেখে স্নান তো দূরের কথা, কেউ পা পর্যন্ত ভেজাতে চাইছেন না। শনিবার থেকে এই ঘটনাটি ঘটে দিঘা ও দিঘা লাগোয়া সব সমুদ্রতটে।


এই কালো জলের পিছনে অনেকে মনে করছেন গত বছরের আম্পান ও এই বছরের যশের অনেকটা প্রভাব রয়েছে, কিন্তু তা রাতারাতি একদিনে জলের রং পাল্টে দেবে বা এতদিন পরে এইভাবে সমুদ্রের জলকে দূষিত করবে তা কেউ ভাবতে পারছে না। স্থলভাগের মধ্যের জল অনেকসময় বের করে সমুদ্রে ছাড়া হয়। এই বর্ষার সময় যেটা হামেশাই করা হচ্ছে। সেক্ষেত্রে এই আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না।


মানুষ মনে করছে এ দূষণের ফল কিন্তু সঠিকভাবে আন্দাজ করা যাচ্ছে না এই সমস্যার কারণ। জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে যে এর একটা কারণ হতে পারে এই রাজ্যের সমুদ্র মুক্ত নয়, তার মুখে রয়েছে সুন্দরবন, যেখান থেকে ঝড়ে বিভিন্ন সময় মাটি ভেঙে পড়ে। এ ছাড়াও তাদের রসায়ন বিভাগ সমুদ্রের জলের লবনতা, আর্দ্রতা নিয়ে গবেষণা করছেন। তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টাও করছেন যা মনে করা হয় সরকারের পরীক্ষা করে দেখা উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *