জলমগ্ন মুম্বাই ; ব্যাহত যানবাহন, মৃত প্রায় ৩০

বিশ্ব উষ্ণায়নের ফলে প্রাকৃতিক আবহাওয়ায় কিছু পরিবর্তন চোখে পড়ে। কিন্তু, এই বছর সময়ের অনেক আগেই বর্ষা ঢুকে পড়েছে দেশে। ফলে বোম্বাইয়ের ‘বারিশ’ নাজেহাল করতে শুরু করেছে। তবে এতদিন পুরোমাত্রায় তার রূপ না দেখলেও বর্ষা নাজেহাল করছে গোটা মুম্বাইকে। গত বুধবার থেকে লাগাতার বৃষ্টিতে বিরক্ত শহরবাসী। ডুবে গিয়েছে রাস্তা, রেললাইন। ব্যাহত হয়েছে যানবাহন ও বিশেষ পরিষেবা।
এর মধ্যে যা সবথেকে মর্মান্তিক তা হল বিখরওলী ও চেম্বুরের দুই জায়গায় ভারী বর্ষার কারণে দেওয়াল ভেঙে পড়েছে। মৃত্যু হয়েছে পঁচিশ জনের। শনিবার রাত্রে প্রথমে চেম্বুরে এই দুর্ঘটনা ঘটে। মৃত্যু হয় সতের জনের। গুরুতর জখম কয়েকজনকে হাসপাতালেও স্থানান্তরিত করা হয়। ফের কিছুক্ষন পর বিখরওলীতে দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে।
লাগাতার বৃষ্টিতে ঝুপড়ি ধসে পড়েও মৃত্যু হয়েছে। বন দপ্তরের দেওয়াল ধসে মৃত্যু হয়েছে এক কিশোরের।
ভোর তিনটে থেকে ছটা পর্যন্ত মত ২৫০-৩০০ মিলিলিটার বৃষ্টি হয়েছে সেইদিন। এছাড়া আগামী ২৪ ঘন্টার জন্য রেড অ্যালার্ট জারি করা হয়েছে। বজ্রগর্ভ মেঘ দ্বারা আচ্ছন্ন থাকবে শহর।
অতি ভারী বৃষ্টির কারণে সমস্যা হচ্ছে রেলপথেও। ট্রেন চলাচল ব্যাহত ছিল মুম্বাই ও শহরতলীর মধ্যে। বিমান চলাচলও ব্যাহত হয় অতি ভারী বৃষ্টির কারণে। রাস্তায় গাড়ি ভাসতে দেখা গিয়েছে বহু জায়গায়।
এই অতিবৃষ্টির ফলে দেওয়াল ধসে যাদের মৃত্যু হয়েছে, তাদের পরিবার পিছু দু লক্ষ টাকা ও আহতদের জন্য ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেবে বলে জানিয়েছে মোদি সরকার। মহারাষ্ট্র সরকার জখমদের চিকিৎসার দায়িত্ব নিয়েছে এবং মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন।

ছবি : https://images.app.goo.gl/4kDdemqrXh2cm3V27

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *