মূল্যায়নের পদ্ধতি জানালো সিআইএসসিই বোর্ড। ফল ৩১শে জুলাইয়ের মধ্যে।

সিবিএসসির পাশাপাশি এবার সিআইএসসিই বোর্ড জানালো আইসিএসসি ও আইএসসি পরীক্ষার মূল্যায়ন পদ্ধতি। এর আগে শীর্ষ আদালতের কাছে তাদের মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে চাওয়া হয়। তারপরেই তাদের ওয়েবসাইটে এই প্রসঙ্গে জানিয়ে দেওয়া হল।
জানানো হয় দুই পরীক্ষার ফলই ঘোষিত হবে ৩১শে জুলাইয়ের মধ্যে। আইসিএসসি পরীক্ষায় মূল্যায়নের পদ্ধতির থেকে ৭০ শতাংশ নম্বর নেওয়া হবে এবং ৩০ শতাংশ নম্বর থাকবে প্র্যাকটিক্যালের ভিত্তিতে। এছাড়া আইএসসি পরীক্ষার নম্বরের ক্ষেত্রে ৬০ শতাংশ নেওয়া হবে মূল্যায়নের পদ্ধতির ভিত্তিতে, ৩০ শতাংশ নেওয়া হবে প্র্যাকটিক্যালের ভিত্তিতে এবং ১০ শতাংশ নেওয়া হবে আইসিএসসি পরীক্ষার নম্বরের ভিত্তিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *