রাজনৈতিক সিদ্ধান্তে বাদ পড়ল যাদবপুর।

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তালিকায় কলকাতা বিশ্ববিদ্যালয় ও যাদবপুর বিশ্ববিদ্যালয় সবসময় প্রথমদিকেই থাকে। সেখানে উৎকর্ষ তালিকা থেকে নাম সরিয়ে দেওয়া হল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের।
প্রথম দশের মধ্যে থাকা এই বিশ্ববিদ্যালয়ের প্রতি কেন্দ্রের এই বিরূপতা নিয়ে ক্ষুব্ধ অনেকেই। তা পশ্চিমবঙ্গের শিক্ষার প্রতি অসম্মানজনকও বটে।
এই মর্যাদার সঙ্গে যে ১০০০ কোটি টাকার আর্থিক সহায়তা ঘোষণা করা গিয়েছিল তার ২৫ শতাংশ রাজ্যকে দিতে হবে। তবে রাজ্য সরকার কতটা আর্থিক সহায়তা করতে পারবে তা নিয়ে সঠিকভাবে জানায়নি। সূত্রের খবর, রাজ্যের কাছে এত টাকা নেই বলে জানান হয়েছে, তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চান অন্তত আটশো কোটি টাকা তাদের দেওয়া হোক, তার ২৫ শতাংশ বিশ্ববিদ্যালয় নিজের তহবিল থেকে দেবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমান রাজনৈতিকভাবে এই সিদ্ধান্তে পৌঁছেছে কেন্দ্র, যা একেবারেই অনুচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *