জ্বরে আক্রান্ত ১২১ জন শিশু। উদ্বেগ জলপাইগুড়িতে।

করোনার তৃতীয় ঢেউতে যে শিশুরা আক্রান্ত হতে চলেছে তার পূর্বাভাস অনেক আগে থেকেই পাওয়া গিয়েছিল। এবার তা নিয়ে আরও জোরালোভাবে আশঙ্কা তৈরি হলো মানুষের মনে।

শুক্রবার রাতে জলপাইগুড়ি জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয় জ্বরে আক্রান্ত ১২১ জন শিশুকে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে শিশুরা আক্রান্ত হলে তাদের সেখানে ভর্তি করা হচ্ছে। শুধু তাই-ই নয়, জেলার বাইরে অন্যান্য পার্শ্ববর্তী জেলা যেমন কোচবিহার, আলিপুরদুয়ার, হলদিবাড়ি ও মেখলিগঞ্জ থেকেও জ্বরে আক্রান্তদের শহরের এই সদর হাসপাতালে শিশু বিভাগে পাঠানো হচ্ছে।

রাতারাতি এত শিশু ভর্তি হতে আসার কারণে হাসপাতাল কর্তৃপক্ষকে আলাদা করে বেডের বন্দোবস্ত করতে হয়েছে। শিশুদের সকলের করোনা পরীক্ষা করা হয়েছে, কিন্তু তাদের মধ্যে করোনা সংক্রমণ দেখা যায়নি। হাসপাতালে এখনও পর্যন্ত পেডিয়াট্রিক ইনসেন্টিভ কেয়ার ইউনিট চালু করা যায়নি। তবে এই জ্বর নিয়ে স্বাভাবিক ভাবেই আত্মীয়, পরিজন ও মা বাবাদের মধ্যে চিন্তার ছাপ ফেলেছে।

গত কয়েকদিন ধরেই শিশু বিভাগে জ্বরে আক্রান্ত শিশুদের চিকিৎসা চলছিল, কিন্তু শুক্রবারে সংখ্যাটা বাড়াবাড়ি রকমের বেড়ে যাওয়ায় তাদের বেডের ব্যবস্থা করতে হয়েছে। সঙ্গে করোনা নিয়েও উদ্বেগ ও চিন্তা বাড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *