বাঙালির আবিস্কার; ইকো ফ্রেন্ডলি মোড়ক।

বাঙালির কর্মকান্ডে দক্ষতা দেখে মুগ্ধ সারা দেশ ও রাজ্য। আরো একবার তা প্রমাণ করলেন বিজ্ঞানী প্রীতম দেব।
তেজপুর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যার অধ্যাপক  দেখিয়েছেন পলিমার থেকে তৈরি মোড়ক পরিবেশের পক্ষে উপযোগী। প্লাস্টিক যা বর্জ্য পদার্থ তৈরি করে এবং স্বাস্থ্য ও পরিবেশের পক্ষে তা কতটা ক্ষতিকারক আমরা জানি। প্লাস্টিক বর্জনের অভিযান প্রায়শই দেখা যায়। এই চমকপ্রদ আবিষ্কারের জন্য সত্যিই সমাজ ও পরিবেশ তার কাছে ঋণী।
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাশ করে তিনি যাদবপুর থেকে পিএইচডি করেন। তারপর পোস্ট ডক্টরেট করেন বিদেশ থেকে। তারপর ভারতে ফিরে তিনি অধ্যাপনার সাথে যুক্ত হয়েছেন। তার বিষয় ন্যানো টেকনোলজি, এবং এই আবিষ্কার পরিবেশে পচনশীল। তাই এই পদ্ধতি তিনি অবলম্বন করছেন।
এছাড়া এই আবিষ্কারকে পরীক্ষা করা হয়েছে তেজপুরের এক স্থানীয় কনফেকশনারি দ্রব্য প্রস্তুতকারী সংস্থায়। সেখানে দেখা গেছে খাদ্যদ্রব্য টাটকা থাকছে প্রায় একুশ দিন পরেও। কারণ পলিমারের ক্ষমতা আছে জীবাণুকে আটকানোর।
এই আবিষ্কারের পেটেন্ট পেয়েছেন তিনি এবং খোদ রাষ্ট্রপতির কাছ থেকে স্বীকৃতিও পাবেন এই বাঙালি বিজ্ঞানী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *