অলিম্পিক্সে ভারতের শক্তিশালী টিম।

ভারতের পক্ষ থেকে যারা টোকিও অলিম্পিক্সে যোগদান করবেন, তারা রবিবারই টোকিও পৌঁছে গেছেন। এই করোনা পরিস্থিতিতে ভারতের ৮৮ জন সদস্য অংশগ্রহণ করতে চলেছেন। আটটি ইভেন্টের জন্য তারা খেলবেন- ভারোত্তোলন, তিরন্দাজি, জুডো, সাঁতার, হকি, জিমন্যাস্টিক্স, ব্যাডমিন্টন ও টেবিল টেনিস। এছাড়াও বক্সিং ও শুটিং-এও যারা অংশ নেবেন তারা পৌঁছে গিয়েছেন ময়দানে। মোট ১১৯ জন অ্যাথলিট, এবং ২২৮ জনের শক্তিশালী টিম ভারতের হয়ে টোকিওর মাটিতে লড়াই করবে এবার।কিন্তু করোনার আবহাওয়া বার বার চিন্তিত করছে সকলকেই। ইতিমধ্যে ভিলেজে করোনা আক্রান্তের খবরও শোনা যাচ্ছে। তবে টোকিও অলিম্পিক্স এবার কঠোর বিধিনিষেধের মধ্যেই পালিত হবে। অলিম্পিক্স অনুষ্ঠিত হবে দর্শকশূন্য স্টেডিয়ামে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *