অল্প শিথিল, অনেকটা বাধা এখনও; বিধিনিষেধ জারি ৩০ জুন পর্যন্ত।

ফের কাল সাংবাদিক বৈঠকে কিছুটা বিধিনিষেধ শিথিল করলো রাজ্য সরকার। এই দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান আগামী ৩০শে জুন পর্যন্ত কিছু ক্ষেত্রে বিধিনিষেধ জারি থাকবে।
জরুরি পরিষেবার ক্ষেত্রে আগের মতোই অটো, উবের, ব্যক্তিগত গাড়ি ব্যবহার করা যাবে। জরুরি পরিষেবার সাথে জড়িত সবকিছুতেই আগের মত আবশ্যিকভাবে ছাড় থাকবে।
ব্যাংক আগের মতোই সকাল দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত খোলা থাকবে। সরকারি অফিস ২৫ শতাংশ কর্মী নিয়ে খোলা থাকবে। বেসরকারি অফিসও ২৫শতাংশ কর্মী নিয়ে সকাল দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত খোলা থাকবে।
শুটিংয়ের ক্ষেত্রে কিছুটা শিথিল হয়েছে বিধিনিষেধ। ইনডোর এবং আউটডোর ফ্লোরে পঞ্চাশ জনের বেশি লোক থাকার অনুমতি নেই।
আনাজ, মাছ, মাংস ইত্যাদির বাজার ও হাট খোলা থাকছে সকাল সাতটা থেকে বেলা এগারোটা পর্যন্ত। এছাড়া অন্যান্য দোকান খোলা থাকবে সকাল দশটা থেকে সন্ধে ছ’টা পর্যন্ত। শপিং মল খোলা থাকবে সকাল এগারোটা থেকে সন্ধে ছটা পর্যন্ত। সেই সময়ে সর্বোচ্চ ৩০ শতাংশ মানুষ মলের ভিতরে থাকতে পারে।
রেস্তোরাঁ, বার খোলা থাকবে দুপুর বারোটা থেকে রাত আটটা পর্যন্ত। একসাথে ৫০ শতাংশ উপভোক্তা প্রবেশ করতে পারবে সেখানে।
বন্ধ থাকছে ট্রেন, বাস, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, সুইমিং পুল, সিনেমা হল, জিম, স্পা পার্লার। তবে স্টাফ স্পেশাল ট্রেন চলবে নিয়মমাফিক।
দর্শকশূন্য স্টেডিয়ামে খেলার অনুমতি দেওয়া হয়েছে।
এছাড়া নাইট কারফিউ জারি থাকবে রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত।

তিরিশে জুনের পর সমগ্রভাবে রাজ্যের অবস্থা দেখে ব্যবস্থা শিথিল হবে কিনা তা নিয়ে রাজ্য সরকার সিদ্ধান্ত নেবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *