করোনা কেড়ে নিল চিপকো আন্দোলনের প্রবর্তক, পরিবেশবিদ সুন্দরলাল বহুগুণাকে।

পরিবেশ রক্ষা নিয়ে আমরা সকলেই কথা বলি, কিন্তু কতজন করে উঠতে পারি তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। সেই পরিবেশ নিয়ে ভাবনা চিন্তা করা মানুষটি এবং চিপকো আন্দোলনের প্রবর্তন সুন্দরলাল বহুগুণা, যার নাম আমরা পাঠ্য বইতে সবসময় পড়ে এসেছি, গতকাল ৮ই মে ৯৪ বছর বয়সে মৃত্যু হয় তার। করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। ঋষিকেশের এইমসের আইসিইউতে তিনি চিকিৎসাধীন ছিলেন। হঠাৎ করেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটায় এবং রক্তে অক্সিজেনের মাত্রা কমতে থাকায় তার মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। তার প্রয়াণে প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রপতি সকলেই টুইট করে শোকপ্রকাশ করেছেন।
বিভিন্নভাবে তিনি পরিবেশ সুরক্ষার সঙ্গে যুক্ত ছিলেন। বাঁধ নির্মাণ থেকে শুরু করে গাছ কাটা, এই সব মানবিক বাধা প্রাকৃতিক সৃষ্টির উপরে কিভাবে প্রভাব ফেলতে পারে তা মানুষ বিভিন্ন সময় দেখেছে। তিনি ছিলেন গান্ধীবাদী। অহিংসার মাধ্যমে পরিবেশ সচেতনতা তৈরি করতে এবং রুখে দাঁড়াতে তাকে দেখা গেছে বার বার। গাছ কাটা রুখতে স্থানীয় মহিলাদের সাহায্য নিয়ে গাছ জড়িয়ে ধরে তারা যেভাবে চিপকো আন্দোলন গড়ে তুলেছিলেন তা গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। তার পরিবেশ রক্ষা এবং সচেতনতার কারণে তাকে পদ্মবিভূষণেও ভূষিত করা হয়। ভারতবাসী এই পরিবেশবিদকে কখনোই ভুলবে না। যুগ যুগ ধরে এই চিপকো আন্দোলনের কথা মানুষ মনে রাখবে এবং এভাবেই পরিবেশের প্রতি সচেতন হওয়ার কর্তব্যে মানুষ ব্রতী হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *